নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা। এ সময় উপজেলার কালিদাস গ্রামের শামসুল আলমকে (৬০) এ কারাদণ্ড দেন। শামসুল আলম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গাঁজা ব্যবসায়ীর বাড়িতে গিয়ে দেখা যায়, শামসুল তার জমিতে গাঁজা গাছ চাষ করেছেন। পরে আদালত গাঁজার বাগানটি বিনষ্ট করে দেন। আদালত পরিচালনাকারী হা-মীম তাবাসসুম প্রভা বলেন, গাঁজার চাষ ও ব্যবসা করার দায়ে শামসুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply