নিজস্ব প্রতিবেদকঃ চারতলা ভবনে আটকা পড়েছিল বিড়ালটি। সেখান থেকে কোনোভাবেই নামার উপায় ছিল না। রোববার সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত এভাবেই মৃত্যু শঙ্কা মাথায় নিয়ে কাটছিল বিড়ালটির দিন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয় রোববার রাতেই বিড়ালটিকে উদ্ধার করে টাঙ্গাইলের সখীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায, রোববার সকালে পৌর শহরের গড়-গোবিন্দপুর কাঁচা বাজার এলাকার শেরআলী মিয়ার চারতলা ভবনে বিড়ালটি ফাঁকা গ্লাস দিয়ে ঢুকে আটকা পড়েছিল। সেখান থেকে নামার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করছিল। কোন ভাবেই নামতে পারছিল না। পরে রোববার রাতে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জানালা গ্রীল কেটে বিড়ালটিকে উদ্ধার করে। সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান উদ্দিন বলেন, বিড়ালটি হয়তো সামন্য প্রাণীই। একটি প্রাণীর জন্য মমত্ববোধ থেকেই দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করি।
Leave a Reply