
নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে
সখীপুরের চার ভাইবোন মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
শুক্রবার উপজেলার পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর কাছে এ টাকা তুলে দেয়। ওই চার সন্তানের বাবা ও স্থানীয় রাজু ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান তালুকদার জানান, আমার তিন মেয়ে ও এক ছেলে টিফিনের টাকা সঞ্চয় করে। করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারকে সহযোগিতা করতে মাটির ব্যাংকে জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। মূলত টেলিভিশনে এই দুর্যোগের কথা জেনেই সহযোগিতা করার ব্যাপারে তারা আগ্রহী হয়। এসময় তাদের জমানো ১৫ হাজার টাকা জমা দেওয়া হয় ।
শিক্ষার্থীদের দানের পরিমাণ ছোট হলেও, এটি একটি বড় প্রয়াস বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। শিশু শিক্ষার্থীদের দেশের প্রতি এই মমত্ববোধ ও ভালোবাসা দেখে বিত্তবানরাও দেশের দুর্যোগকালীন এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদী তিনি।