
সাইফুল ইসলাম সানি: সখীপুরে করোনা আক্রান্ত ৬ জন সুস্থ হওয়ার পর আজ রোববার নতুন করে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পজেটিভ ওই ব্যক্তির নাম আলম মিয়া (৪২)। তিনি উপজেলার বহেড়াতৈল গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর ক্ষাণিকটা সুস্থ হয়ে গত বৃহস্পতিবার শরীর দুর্বলতা নিয়ে হাসপাতালে আসেন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে শুক্রবার আইইডিসিআরে পাঠানো হয়। আজ রোববার তার রিপোর্ট পজেটিভ এসেছে।
তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য ডাক্তার ও প্রশাসনের যৌথ দল তার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।