নিজস্ব প্রতিবেদক: সখীপুর ভালোবাসার বন্ধন ফাউন্ডেশন করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।ওই সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালে কর্মহীন, দরিদ্র্য, অসহায় ও দুস্থ এমন তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সখীপুর পৌরসভা ও কাকড়াজান ইউনিয়নের তিন শতাধিক দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাকিবুল হাসান ইমন, আজাহারুল ইসলাম, জাহিদ হাসান, মাসুদ রানা, মেহেদি হাসান রাসেল, ইমরান হাসান, আশিকুর রহমান বিল্লাল, সিফাত রহমান শিপু, অমিত হাসান, আবির হাসান আরজু, বাদল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ভালোবাসার বন্ধন ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সাফি বলেন, “ভালোবাসার বন্ধন ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করি। সে দায়বদ্ধতা থেকে যৎসামান্য কিছু করতে চেষ্টা করেছি। আমাদের এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুস্থ পরিবারে চিনি, সেমাই, সাবান ও গুড়াদুধ দেওয়া হয়েছে।
Leave a Reply