নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ভাসমান ২২০ জন শ্রমিকদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা খিচুড়ি বিতরণ করেছেন। শনিবার রাতে পৌর শহরসহ ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও ভাসমান শ্রমিকদের মাঝে মাংস খিচুড়ি দেওয়া হয়। এ সময় উপজেলা ইনস্ট্রাক্টর (ইউআরসি) আব্দুস সোবাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক দেশের বিভিন্ন জেলা থেকে আগত ধান কাটা শ্রমিক ও ভাসমান ২২০ জন শ্রমিকদের মাঝে মাংস খিচুড়ি বিতরণ করা হয়েছে। নিজ হাতে শ্রমিকদের মাঝে খাদ্য তুলে দিতে পেরে অন্যরকম তৃপ্তি পেলাম। বহিরাগত হওয়ার কারণে ওইসব শ্রমিকদের অনেকেই রান্না করা খাবার খেতে পারছিলেননা। এই সামান্য খাবার এত খুশি মনে শুকরিয়ার সাথে ওরা গ্রহণ করলো যে, প্রশান্তিতে ভরে গেল মনটা।
Leave a Reply