নিজস্ব প্রতিবেদকঃ এক দিকে করোনাভাইরাস সংক্রমণের ভয়, অন্যদিকে শারীরিক অক্ষমতা ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিলনা চাষী বছির উদ্দিনের। এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তিনি। এ খবর পেয়ে তার পাশে দঁাড়িয়েছে প্রাথমিক সহ: শিক্ষক ২০১৮ সনের প্যানেল নিয়োগ প্রত্যাশীরা। রোববার সকালে উপজেলা বৈলারপুর গ্রামের দরিদ্র চাষী বছির উদ্দিনের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছেন প্যানেল প্রত্যাশীরা। এসময় জাহিদ হাসান, মনিরুজ্জামান, কামরুল ইসলাম, তানভির হাসান সবুজসহ প্রায় ৪০ জন এ কাজে অংশ নেয়। এ বিষয়ে জাহিদ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই মহামারীর সময়ে দরিদ্র কৃষকসহ অসহায়দের পাশে দাঁড়ানোর আহব্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা প্রাথমিক সহ: শিক্ষক ২০১৮ সনের প্যানেল নিয়োগ প্রত্যাশীরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে ওই ইউনিয়নের জেলে পল্লী বিন্নাআটাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply