নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবে সখীপুর পৌরসভার পক্ষ থেকে ২০০ পরিবারের কর্মহীন হতদরিদ্র শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪০টি স’মিল শ্রমিক ও ৬০টি শীল পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, ১কেজি আলু ও ১কেজি পেঁয়াজ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভা চত্বর, গ্যাস চৌরাস্তা, মুজিব কলেজ মোড় ও সৃষ্টিসংঘ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। এর আগে শনিবার (২ মে) সকালে পৌর চত্বর থেকে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌরসভা কার্যালয় থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক কল্যাণ তহবিলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ প্রমুখ।
Leave a Reply