নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আলহাজ্ব জোয়াহের আলীর পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৫০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় দরিদ্রদের জন্য প্রতিটি প্যাকেটে জেএইচ গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান জাকির হোসেন ও জাকির বিল্ডিং এন্ড ক্লিনিং সার্ভিস লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানের শুভেচ্ছা বার্তা সংযুক্ত ছিল। তাদের পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব জোয়াহের আলী অসহায়দের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি আলু, ১কেজি বোট ও ১কেজি করে চিনি।
–এসবি/সানি
Leave a Reply