নিজস্ব প্রতিবেদক: সখীপুর সরকারি পিএম মডেল স্কুল এন্ড কলেজের ২০১০ এসএসসি ব্যাচের সদস্যরা প্রতিবছর ইফতারের আয়োজন করে থাকেন। কিন্তু এ বছর তাঁরা ইফতারের আয়োজন করেননি। ইফতারের টাকা তাঁরা কারোকালে অসহায় দুস্থদের মাঝে বিতরণ করেন। ১২৫ জন দরিদ্র মানুষকে ঈদ উপহার তুলে দেন। সাবেক শিক্ষক ও সমাজসেবক আবদুর রাজ্জাক বিতরণ কাজের উদ্বোধন করেন। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, আলু ,পেঁয়াজ, চিনি,সেমাই ও সাবান। সংগঠনের সদস্য ডিঅমস এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাসনাত বলেন, ইফতার না করে সেই টাকা দিয়ে আমরা দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার দিয়েছি। এটা করতে পেরে আমরা খু্বই আনন্দিত।
এসবি/শাকিল
Leave a Reply