নিজস্ব প্রতিবেদক: সখীপুর-বাসাইলের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য এড. জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০জন দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। সাংসদ জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম,মহিলা আ.লীগের সভাপতি মোসলিমা খাতু, সম্পাদক রওশনারা রিতা, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান,জাহাঙ্গীর তারেক, সদস্য শিবলি সাদিক,সোহেল সরকার, নজরুল ইসলাম নবু,জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহম্মেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, ফজলুল হক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply