
নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সখীপুর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (ডিএসটিএস) করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। মঙ্গল ও বুধবার উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই শতাধিক পরিবারের কাছে এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। সংগঠনটির সদস্যরা বাড়িতে বাড়িতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন বলে জানা গেছে। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চিনি, সেমাই ও দুধ। এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন উদয় বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের দুঃসময়ে মানবিক সহায়তা নিয়ে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন দুর্যোগে ডিএসটিএস মানবতার কল্যাণে অবদান রাখার চেষ্টা করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।