
- নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন সখীপুর উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(সাস)। সংগঠনটি করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের দেড় শতাধিক দুস্থ মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছে। সাসের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ইউনুস আলীম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএইচ ওয়ারেস,বর্তমান সভাপতি মো.শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক জেসমিন জেরিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফ মাহমুদ প্রমুখ ঈদ সামগ্রী বিতরণ কাজে অংশ নেন। সদস্যরা বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। সৈয়দ ইউনুস আলীম বলেন, সাস এসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে নানা ইতিবাচক কাজ করে আসছে। সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা নিয়েও কাজ করছে। করোনাকালে দুস্থদের প্রতি মানবিক সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকবো।