
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উৎসর্গ ফাউন্ডেশন এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। শনিবার সংগঠনের সদস্যরা কোনাবাড়ি জামে মসজিদ এতিমখানার এতিমদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। পৌরসভার হতদরিদ্রদের হাতে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি শাহরিয়ার সাব্বির ও সাধারণ সম্পাদক মো. মাহবুবের নেতৃত্বে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির সদস্য আলমাস, রাসেল, রোজ, আরিফ প্রমুখ বিতরণ কাজে অংশ নেন। সভাপতি শাহরিয়ার সাব্বির সখীপুর বার্তাকে বলেন, পূর্বেও সমাজের নানা ইতিবাচক কাজে উৎসর্গ ফাউন্ডেশন সাধ্যমত অবদান রাখার চেষ্টা করেছে। করোনাকালেও মানবিকতার সহযোগিতা নিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।