
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের সংগঠন প্রবাসী কল্যাণ সংস্থা ৭০০ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনে পৌরসভার ৩০০ অসহায় মানুষের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে। রবি ও সোমবার সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু পৌর শহরের শামীম টাওয়ারে এ বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সখীপুর মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ ফারিয়ার সাধারণ সম্পাদক কামরুল হাসান সুজন, সংস্থার সদস্য বাদল হোসাইন, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকালে ৪ কেজি চাল, ১ কেজি করে আলু, চিনি, ছোলা, দুধের প্যাকেটসহ একটি করে সেমাই ও মাস্ক বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ও শামীম টাওয়ারের স্বত্বাধিকারী শামীম আল মামুন বলেন, আমরা প্রবাসে থেকেও দেশের দুস্থ ও অসহায়দের ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।