মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপু‌রে বিশ্ব তামাকমুক্ত দিবস পা‌লিত

সখীপু‌রে বিশ্ব তামাকমুক্ত দিবস পা‌লিত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ ‘তামাক কোম্পানীর কূটচা‌ল রু‌খে দাড়াও, তামাক ও নি‌কো‌টিন থে‌কে তরুণ‌দের বাঁচাও’ প্র‌তিপাদ্য বিষ‌য়ে সখীপু‌রে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হ‌য়ে‌ছে। রোববার দুপু‌রে উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে এ উপল‌ক্ষে উপজেলা প‌রিষদ হলরু‌মে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সহকারী ক‌মিশনার (ভূ‌মি) হা-মীম তাবাসসুম প্রভার সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য দেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল, পৌর‌মেয়র বীর মুক্তিযোদ্ধা  আবু হা‌নিফ আজাদ, ম‌হিলা ভাইস চেয়ারম্যার জাহানারা লুৎফা আ‌নোয়ার, মাধ্য‌মিক শিক্ষা অফিসার ম‌ফিজুল ইসলাম, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সখীপুর প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, থানার উপ-প‌রিদর্শক ফয়সাল আহ‌মেদ প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img