নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পাঁচজন সংবাদপত্র বিপণনকর্মীসহ ৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দিয়েছে সখীপুর শুভ সংঘ। শুক্রবার সকালে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রত্যেকের হাতে নগদ ৫০০ টাকা করে ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। সখীপুুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। পরে তিনি অসহায়দের হাতে এ অর্থ তুলে দেন। কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন বক্তব্য দেন। সখীপুর শুভ সংঘের সভাপতি শরীফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী শিকদার শান্ত, কার্যকরী সদস্য মন্জুরুল ইসলাম মিলন, সখীপুর পেপার হাউজের সত্ত্বাধিকারী শাহীনুজ্জামান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও আসমাউল হুসনা লিজা তাঁর বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে শুভ সংঘ করোনাকালে দুস্থদের মাঝে অর্থ সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত রেখেছে। তিনি শুভ সংঘের ইতিবাচক শুভ কাজের প্রশংসা করেন। ইউএনও ব্যক্তিগতভাবে ২০০০ টাকা দেওয়ার ঘোষণা দেন। অর্থ সহায়তা পেয়ে বিধবা মিনা আক্তার (৪৫) কেঁদে ফেলেন। তিনি বলেন দিয়ে ঈদের জন্য বাজার করব। বাচ্চাদের নিয়ে মন ভরে কিছু খাবো। অনেকদিন ভালো কিছু খাইনা। সংবাদপত্র বিপণনকর্মী সিরাজ শুভ সংঘের অর্থ সহায়তা পেয়ে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
Leave a Reply