
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর-গোড়াই সড়কের নলুয়া এলাকার ইউরেকা কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে মির্জাপর উপজেলার দরানিপাড়া গ্রামের আবদুর রউফের ছেলে। জানা যায়, সাব্বির হোসেন মোটরসাইকেল যোগে সখীপর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। সখীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় বলেন, লাশ উদ্ধার করে মায়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।