নিজস্ব প্রতিবেদকঃ মোটর সাইকেল দুর্ঘটনায় মো. আকিবুল হাসান (২৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা রোডের হাটুভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো. আকিবুল হাসানের পিতার নাম আলহাজ¦ শাহাজান আলী মিয়া, গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের কামার আরঙ্গ গ্রামে।
নিহতের স্বজন ও সখীপুর পৌরসভার কাউন্সিলর একলাছ হায়াৎ সরওয়ার জানান, নিহত আকিবুল হাসান একটি বেসরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঈদেও ছুটি শেষে আজ রবিবার দুপুর দুইটার দিকে আকিবুল হাসান সখীপুর থেকে মোটর সাইকেল যোগে মির্জাপুরে আসছিলেন। বিকেল তিনটার দিকে মোটর সাইকেলটি হাটুভাঙ্গা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম রফিক বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক আটক হলেও চালক পালিয়ে গেছে। মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply