নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের মৃত আবদুল হামিদ আলীর সন্তানদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে ১৭৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়।
হাজী আবদুল হামিদ আলীর ছেলেদের যৌথ অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ হয় বলে জানা গেছে। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ৫কেজি চাল, ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই, ২প্যাকেট গুড়ো দুধ।
আবদুল হামিদ আলীর প্রবাসী ছেলে আমিনুল ইসলাম সখীপুর বার্তাকে জানান, বাবার আত্মার মাখফিরাত কামনায় এলাকার অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পরে ছেলে আমিনুল ইসলাম সকলের কাছেই তার মৃত বাবা আবদুল হামিদ আলীর জন্য দোয়া কামনা করেন।
এসবি/সানি
Leave a Reply