নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের মানিক স্মৃতি সংসদের আয়োজনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিধবাভাতা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই গ্রামের ৪৩ জন বিধবা মহিলাদের মাঝে নগদ অর্থ ও একটি শাড়ী ও ৪৫০ জন হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণে সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথকভাবে অংশ গ্রহণ করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, অাবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ রেণুবর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মেছের উদ্দিন মিয়া, আমির উদ্দিন কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসাইন, মানিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেনসহ প্রমুখ। মানিক স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, মানিক স্মৃতি সংসদের পক্ষ থেকে কালিয়ান গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ইতিপূর্বেও খাদ্য সামগ্রী বিতরণ, গ্রামের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা প্রদান ও বিধবা ভাতা প্রদান করা হয়েছে ।
প্রসঙ্গতঃ শেরপুর জেলার সাবেক সিভিল সার্জন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি ডা. আনোয়ার হোসেন তাঁর বাবার নামে ২০১১ সালে নিজ গ্রাম কালিয়ানে মানিক স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর থেকেই ওই গ্রামের ৪৩ জন বিধবাকে প্রতি মাসে ৫০০ টাকা ভাতা, কয়েকজন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষাভাতা দিয়ে আসছেন। এছাড়াও ওই গ্রামে একটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা মানিক স্মৃতি সংসদের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে।
Leave a Reply