নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি শামীম আল মামুন নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায়দের ঈদ উপহার দিয়েছেন। উপহারের মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, ঈদের নতুন কাপড় এবং নগদ টাকা। শনিবার প্রতি বছরের মতো এবারও এসব উপহার বিতরণ করা হয় বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায় করোনারভাইরাস শুরু হওয়ার পর থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি অসহায়দের ত্রাণ সহায়তা দিয়ে আসেছেন। ৯০ জন দুস্থকে খাদ্য সহায়তা, ১৬০ জনকে নগদ টাকা এবং ৬০ জনকে ঈদের নতুন কাপড় দেওয়া হয়। শামীমের সহধর্মিনী শারমিন আক্তার হাসি এবং ভাতিজা সোহান আহমেদ গ্রামে গ্রামে গিয়ে দুস্থদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। উপজেলার সখীপুর, বেতুয়া, দেওবাড়ি ও সিলিমপুর গ্রামের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। শামীম আল মামুন বলেন, আল্লাহপাকের অশেষ রহমতে প্রতিবছরের ন্যায় এবারও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এভাবে ভষ্যিতেও যেনো মানুষের সেবা করতে পারি। আল্লাহতায়ালা আমাকে যেনো সেই তৌফিক দান করেন।
Leave a Reply