নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সখীপুর পৌর ও উপজেলা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন শিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, জেলা যুবদলের সদস্য নুরুল ইসলাম, জেলা কৃষকদল কোষাধ্যক্ষ মো. দুলাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষানবীশ আইনজীবী শেখ মোহাম্মদ হাসনাত, বিএনপি নেতা মো. আতিকুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খান শাহীন, পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
–এসবি/সানি
Leave a Reply