নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি টোকপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রুহুল আমিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১২-১৫ জন ডাকাত ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১৩ লাখ ২৬ হাজার টাকা, ৪৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় প্রবাসী রুহুল আমিনের স্ত্রী নিলুফা আক্তার ও ছেলে নিফুল হোসেনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরদিন বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply