নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে প্রথম করোনায় আক্রান্ত হলেন থানার সহকারী উপ-পরির্দশক এএসআই সোহেল রানা (৩২)। বৃহস্পতিবার সকালে উলজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, গত ১৪ জুন সোহেল ছুটি শেষ করে বাড়ি থেকে সখীপুরে এসেই আইসোলেশনে ছিলেন। পরে গত ১৫ জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা জমা দেওয়া হয়। আজ সকালে জানতে পারি তার করোনা পজিটিভ।
ডা.মোহাম্মদ আব্দুস সোবহান জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তিনি অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছেন।