সাইফুল ইসলাম সানি: সখীপুরে দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তারের (৩০) দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পারুল আক্তারের জ্বর, গলা ব্যথা ও বমিভাবসহ করোনার লক্ষণ ছিল। সাংবাদিক তাইবুর গত ৩ জুন বুধবার স্ত্রী সন্তানসহ তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। আজ রোববার শুধুমাত্র ওই সাংবাদিকের স্ত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তাইবুর রহমানের বাসা প্রেসক্লাবের নিকটে ও প্রেসক্লাবে তাঁর নিয়মিত যাতায়াত থাকায় সাংবাদিকরা প্রেসবক্লাবটি ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক এনামুল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, অধিক সতর্কতার জন্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসক্লাবের সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে।
সাংবাদিক তাইবুর রহমান সখীপুর বার্তাকে বলেন, বর্তমানে আমার স্ত্রী পৌরসভার ৬নং ওয়ার্ডে তাঁর বাবার বাড়িতে রয়েছে। তাঁকে আলাদাকক্ষে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আগের থেকে সে এখন অনেকটাই সুস্থ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই সাংবাদিকের বাসা, শ্বশুরবাড়ি ও প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট বাসাগুলো লকডাউনের আওতায় আনা হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ জন্যে প্রস্তুতি চলছে।
–এসবি/সানি
Leave a Reply