নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনায় আক্রান্তদের বাড়িতে ইউএনও উপহার হিসেবে ”মমতা দাওয়াই” পাঠিয়েছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা স্থানীয় কালিয়া ইউপি চেয়ারম্যান ও অফিস স্টাফদের দিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে এ উপহার পাঠান। ইউএনও আসমাউল হুসনা বলেন, নলুয়া অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা জুয়েল মাহমুদ ও সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের সহধর্মিনী পারুল আক্তার করোনায় আক্রান্ত হন। ইউএনও
মঙ্গলবার সকালে ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদের শ্বশুরবাড়ি কচুয়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ও অফিস স্টাফদের দিয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডে সাংবাদিকের স্ত্রী পারুল আক্তারের বাড়িতে উপহার হিসেবে “মমতার দাওয়াই” পাঠান। ইউএনও আক্রান্তদের বাড়িতে উপহার হিসেবে এক ঝুড়িতে লিচু, কলা, মালটা, লেবু, ট্যাংক ও ভিটামিন সি জাতীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ঝুড়িতে রাখা হয় একটি চিরকুট। তার শিরোনাম ছিল ‘মমতার দাওয়াই’। তাতে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হয়, ‘মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনার পাশে আছেন।
’ সাংবাদিক তাইবুর রহমান ও ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ বলেন, ইউএনও’র এই মানবিক উদ্যোগ সবাইকে অনুপ্রাণিত করবে।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, আক্রান্তরা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। তাদের মনোবল ও সাহস যোগাতে ভালোবাসা মমত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ থেকে মমতার দাওয়াই উপহার হিসেবে পাঠানো হয়েছে।
প্রসঙ্গতঃ এর আগে ইউএনও আসমাউল হুসনা লিজা করোনা আক্রান্ত (বর্তমানে সুস্থ) উপজেলার লাংগুলিয়া গ্রামে রিপনের বাড়িতে “মমতার দাওয়াই” পাঠিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
Leave a Reply