সখীপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গলায় ফাঁস দিয়ে রবিন আহম্মেদ (২৩) নামের এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার যাদবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। জানা যায়, রবিন ঢাকায় একটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতো। লকডাউনে প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিজ এলাকায় চলে আসে। রবিনের ভাই ও মা প্রবাসী। বাড়িতে রবিন ও তার বাবা থাকতো। শুক্রবার সকালে কাউকে না জানিয়ে সে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় বলেন, ম্যাসেজ পড়ে মনে হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *