নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ফাঁসিতে ঝুলে মাওলানা শেখ ফরিদ উদ্দিন (৪৫) নামের হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে উপজেলার বোয়ালী পুরাতন বাজার এলাকায় মাদরাসার অফিসকক্ষে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে বোয়ালী বাজারে চা পান করে তার নিজ কর্মস্থল হাসিউস সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় যান। দুপুর ২টার দিকে এক দোকানদার ওই মাদরাসার সামনে পানি আনতে গেলে দরজার ফাঁক দিয়ে শিক্ষককে অফিসকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে সখীপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
এসবি/সানি