সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানো মামলায় গ্রেপ্তার আজিজ দুই দিনের রিমান্ডে

সখীপুরে ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানো মামলায় গ্রেপ্তার আজিজ দুই দিনের রিমান্ডে

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বড়ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর মামলার প্রধান আসামি ছোটভাই আজিজ কালুর (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে জেলার বিশেষ আদালতের জজ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার রাতে আজিজ কালুকে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠায়।
প্রসঙ্গতঃ উপজেলার বড়চওনা গ্রামের মৃত রায়েজ উদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজ কালু ও আলামিন মিয়া। আইয়ুব আলীর সঙ্গে ওই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। গত বুধবার বিকেলে গোপন সংবাদ পেয়ে পুলিশ আইয়ুব আলীর গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘরের খাটের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এসময় পুলিশ আইয়ুব আলীর ঘরের জানালা খোলা পায়। পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ আইয়ুব আলীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আইয়ুবের দেওয়া তথ্য মোতাবেক পুলিশ ওই রাতেই ছোটভাই আজিজ কালুকে গ্রেপ্তার করে ও আইয়ুব আলীকে ছেড়ে দেয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম বাদী হয়ে আইয়ুবের দুইভাই ও শফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আজিজ কালুর ছোটভাই আলামিন মিয়া ও তাঁর বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১০ বছর সাজা খাটা শফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img