মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপু‌রে ৫২৬টি মস‌জি‌দে নগদ অর্থ বিতরণ

সখীপু‌রে ৫২৬টি মস‌জি‌দে নগদ অর্থ বিতরণ

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুর উপ‌জেলার ৫২৬টি মস‌জি‌দের জন্য বরাদ্দকৃত প্রধামন্ত্রীর বি‌শেষ সহায়তার নগদ অর্থ বিতরণ করা হ‌য়ে‌ছে। ক‌রোনাকা‌লে মস‌জিদগু‌লোর আয় ক‌মে যাওয়ায় দৈন‌ন্দিন ব্যয় নির্বাহ কর‌তে এই অর্থ সহায়তা দেওয়া হয়। আজ বুধবার সকা‌লে উপ‌জেলা হল রু‌মে স্থানীয় সংসদ সদস্য এড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে ১৫৫টি মস‌জি‌দের সভাপ‌তি ও ঈমাম‌দের হা‌তে অর্থ তুলে দেন। দুই একদি‌নের ম‌ধ্যে বাকী অন্য‌দের হা‌তেও এ অর্থ সহায়তা দেওয়া হ‌বে।  উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা বিতরণ অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন। এসময় উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ.লীগের সভাপতি কুুুুতুুব উদ্দিন, সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান স্থানীয় আ.লী‌গের সাধারণ সম্পাদক শওকত শিকদার ওসি (তদন্ত) লুৎফুল কবির, ভাইস চেয়ারম্যান শ‌ফিউল ইসলাম বাদল, ম‌হিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, আ.লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাদ, ইসলামী ফাউ‌ন্ডেশ‌নের কর্মকর্তা মাকসুদুল আলম, আ.লীগ নেতা নজরুল ইসলাম নবু, ব‌হেরা‌তৈল ইউ‌নিয়ন আ.লী‌গের সাধারণ সম্পাদক সো‌হেল সরকার, ছাত্রলীগ নেতা খান র‌ফিক, তানভীর সে‌লিম, খন্দকার বিজয়, ছাত্রলীগ নেতা আল মাহমুদ শান্ত প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img