নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার পোল্ট্রি ডিলার এসোসিয়েশনর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সখীপুর বন্ধু পোল্ট্রি ফিডের সত্ত্বাধিকারী খোকন শিকদার সভাপতি ও গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের ফেরদৌসি পোল্ট্রি ফিডের সত্ত্বাধিকারী মো.মতিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সমিতির উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার এস এম কামাল হোসেন জানান, ২৩ জন ভোটারের মধ্যে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে খোকন শিকদার ও সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সজীব, কোষাধক্ষ্য পদে শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
Leave a Reply