মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়এ সরকার কৃষক ও কৃ‌ষি বান্ধব সরকার -এম‌পি জোয়া‌হের

এ সরকার কৃষক ও কৃ‌ষি বান্ধব সরকার -এম‌পি জোয়া‌হের

- Advertisement -spot_img

নিজস্ব প্র‌তি‌বেদক: শেখ হা‌সিনার সরকার ধারাবা‌হিকভা‌বে কৃষক‌ ও কৃ‌ষির উন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছে। সরকা‌রের আন্ত‌রিকতায় দেশ আজ খা‌দ্যে স্বয়ংসম্পূর্ণ। ক‌রোনাকা‌লে প্রা‌ন্তিক কৃষকরা যা‌তে ভা‌লো থা‌কে সে চিন্তা ক‌রে সরকার তাঁ‌দের বি‌ভিন্ন সু‌বিধা দি‌চ্ছে। তাই শেখ হা‌সিনা সরকার কৃষক ও কৃ‌ষি বান্ধব সরকার। বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলা হলরু‌মে চল‌তি মৌসু‌মে পা‌রিবা‌রিক কৃ‌ষির আওতায় সব‌জি পু‌ষ্টি বাগান স্থাপ‌নের উপকরণ ও নগদ অর্থ বিতর‌ণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য এড.‌জোয়া‌হেরুল ইসলাম এ কথা ব‌লেন। স্থানীয় কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজার সভাপ‌তি‌ত্বে অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌জেলা চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু পৌর সভার মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হানিফ আজাদ উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এসময় কা‌লিয়া ইউ‌ন্নি প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান, যাদবপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আ‌তিকুর রহমান আ‌তোয়ার দা‌ড়িয়াপুর ইাু‌নিয়‌নের চেয়ারম্যান আনসার আ‌লি আ‌সিফ, আ.লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তা‌রেক সদস্য শিবলী সা‌দিক প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। ‌তি‌নি সখীপু‌রের সা‌র্বিক উন্নয়ন কর্মকাণ্ড‌কে গ‌তিশীল রাখ‌তে সবাই‌কে একস‌ঙ্গে মি‌লে‌মি‌শে কাজ কাজ করার নি‌র্দেশ দেন। তি‌নি বি‌রো‌ধিতার খা‌তি‌রে বি‌রো‌ধিতা না ক‌রে উন্নয়‌নের স্বা‌র্থে‌ সবাই‌কে  সহ‌যো‌গিতা করার আহবান জানান।প্রসঙ্গত: উপ‌জেলার আট‌টি ইউ‌নিয়‌নের ২৫৬ জন কষকের মা‌ঝে ৮ ধর‌নের সব‌জির বিজ ও বাগান প‌রিচর্যার জন্য এক হাজার ৮৩৫ টাকা বিতরণ করা হয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img