
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা ও পুকুরের মাছ নিয়ে গেছে প্রতিপক্ষরা। এতে বাধা দেয়ায় ৯০ বছরের এক বৃদ্ধকে মারধর করা হয়েছে। দেওয়া হচ্ছে হত্যার হুমকি। সম্প্রতি উপজেলার কালমেঘা দক্ষিন রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় ওই বৃদ্ধার মেয়ের জামাই বাদি হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলা কালমেঘা রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে বহর আলী বাটোয়ারা ও ক্রয়মূল্যে প্রায় ১৭.৭১ একর জমির মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে। একই এলাকার জামাল হোসেন, কাশেদ আলী ওরফে কাশেম, লাল মিয়া, কছর আলীসহ তাদের সাঙ্গপাঙ্গরা মিলে তারা জমিটি দখলের পায়তারা করে আসছে। এর জের ধরে ওই জমিতে থাকা একটি পুকুরের জামাল ও লাল মিয়ারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জোর করে মাছ ধরতে যায়। এত বহর আলী বাঁধা প্রদান করলে তাকে বেধড়ক মারধর করা হয়।
বহর আলী বলেন, প্রায় ৫২ বছর ধরে ওই জমিটি ভোগদখল করে আসছি। এ নিয়ে এলাকায় স্থানীয় তিন জন চেয়ারম্যানের উপস্থিতিতে একটি শালিসি বৈঠক হয়। এত সকল প্রমাণের ভিত্তিতে জমিটি আমার প্রমানিত হয়। তারপরও একটি পক্ষ ওই জমিটি জবর দখলের চেষ্ঠা করছে। এতে বাধা দিতে গেলে আমাকে মারধর করা হয়।পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই। পরে আমার মেয়ের জামাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আসামীরা জামিনে বের হয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন ঘর থেকে বের হতে পারছি না। আমার পরিবারটি চরম নিরপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বিষয়টি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।