সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীনুর আলম সখীপুর বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হালকা জ্বর ও গলা ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার তাঁর নমুনা নেওয়া হয়। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে মুঠোফানে মেয়রের করোনা পজেটিভের বিষয়টি জানানো হয়।
মেয়র আবু হানিফ আজাদের ছেলে কামরুল হাসান আজাদ তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
–এসবি/সানি