শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ব্যবসায়ী খলিল ও তার স্ত্রীসহ ছয়জন করোনায় আক্রান্ত

সখীপুরে ব্যবসায়ী খলিল ও তার স্ত্রীসহ ছয়জন করোনায় আক্রান্ত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুলতানা আক্তার, পাথারপুর গ্রামের মা‌জেদা, পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার তানজিনা, নলুয়া এলাকা এক ব্য‌ক্তির ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, করোনা উপসর্গ থাকায় গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে বুধবার সকালে রিপোর্টে ওই ছয় ব্যক্তির করোনা পজেটিভ আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img