সখীপু‌রে চিকিৎসকসহ নতুন ক‌রে ৪ জনের ক‌রোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপু‌রে এক চিকিৎসকসহ নতুন ক‌রে ৪ জ‌নের ক‌রোনা ভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় মোট ৪৯ জ‌নের ক‌রোনা শনাক্ত হ‌লো। এ‌দের ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ২০ জন, মৃত্যু হ‌য়ে‌ছে ১ জ‌নের এবং চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে ২৮ জন। টাঙ্গাইল সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে এসব তথ্য জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান জানান, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের মেয়ে ডা.তৌহিদা তন্বী, পৌর মেয়রের ছেলে কামরুল হাসান আজাদ, নলুয়া এলাকার গৃহবধূ আফরোজা ও তার ছেলে আসিমের দে‌হে ক‌রোনা শনান্ত হ‌য়ে‌ছে।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আ‌রো বলেন, করোনা উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার সকালের রিপোর্টে ওই চার ব্যক্তির করোনা পজেটিভ আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *