নিজস্ব প্রতিবেদকঃ এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সখীপুর উপজেলার শিক্ষক দম্পতির মেয়ে মহিমা গাজী অর্ণা। মেধাবী শিক্ষার্থী অর্ণা এবার উপজেলার পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা বৃত্তি নির্ধারণ করা হয়ে থাকে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে বুধবার মেধা বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে অর্ণা টাঙ্গাইল জেলায় ৫ম স্থান এবং সখীপুর উপজেলায় একমাত্র ট্যালেন্টপুলে মেধা বৃত্তি লাভ করেছে। অর্ণা পিইসি ও জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। অর্ণার বাবা আনোয়ার হোসেন দুলাল উপজেলার বারাবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা মাহমুদা আক্তার শেলীও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অর্ণা জানান, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার আশা রয়েছে তার। এছাড়াও বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নও আছে মেধাবী এই শিক্ষার্থী আগামীতে যাতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে অর্ণার বাবা-মা।
Leave a Reply