নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বহেড়াতৈল নৌকা ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় ঈদগাঁ মাঠের সাধারণ সম্পাদক আ. হাই সরকার, চাঁন মামুদ আলী, সবুজ মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বহেড়াতৈল নৌকা ঘাঁটে প্রায় ৩৫-৪০ টি ছোট-বড় নৌকা রয়েছে। প্রতিটি নৌকা থেকে কোন প্রকার রশিদ ছাড়াই ভর্তি বাবদ ১ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। এছাড়াও নৌকাপ্রতি প্রতিদিন ২শ থেকে ৩শ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
ওই ঘাঁটের নৌকাচালক রাসেল মিয়া বলেন, এ ঘাঁটে সিরিয়াল পেতে হলে আ.লীগ নেতা নবু মিয়ার সাঙ্গ পাঙ্গদের প্রতিদিন ২শ থেকে ৩ শ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদার টাকা না দিলে নৌকা চালাতে দেওয়া হয়না।
এ বিষয়ে উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল নবু বলেন, মুলত বহেড়াতৈল বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যারা মানববন্ধন করেছে এরা একই পরিবারের লোক। আমাকে হেয় করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।