নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অবৈধভাবে পাচারকালে প্রায় একলাখ টাকার আকাশমনি গাছ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে টাঙ্গাইল সদর রেঞ্জের নেতৃত্বে সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামীণ ব্যাংক সংলগ্ন ঢাকা-সাগরদিঘী সড়ক থেকে ট্রাকভর্তি গাছ আটক করা হয়।
টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তা এমরান হোসেন জানান, গত রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈয়ামধু (ডিবি গজারিয়া) বিটের আওতাধীন প্রতিমা বংকী এলাকার গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ট্রাকভর্তি গাছগুলো আটক করা হয়। গাছগুলো পাচারের উদ্দেশে ট্রাকে তোলা হয়েছিল বলে জানা গেছে। কাঠগুলো আটক করতে কৈয়ামধু, কচুয়া ও কালিদাস বিট কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন। রেঞ্জ কর্মকর্তা এমরান হোসেন বলেন, আটককৃত গাছ পাচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply