নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার যাদবপুর, হাতিবান্ধা, বহেড়াতৈল ও কাকড়াজান ইউনিয়নে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর ব্যক্তিগত অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে বাসাইল সখীপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার এম ও গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।