নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাকড়াজান ইউনিয়ন আ.লীগের আয়োজনে ইন্দারজানি বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সৈয়দ আবদুল মালেক ওরফে শুকুর মেলেটারীর সার্বিক তত্ত্বাবধানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরে এক আলোচনা সভায় ডিএম শফিকুল ইসলাম লেবুর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ডিএম বজলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন, স্বাস্থ্য সহকারি জিয়াউর রহমান, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজমুল হোসাইন, মুসা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দিনব্যাপী গনভোজের আয়োজন করা হয়।
Leave a Reply