সখীপুরে সেই উকিল জামাই বিয়ে করলেন শাশুড়িকে!

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সেই উকিল মেয়ের জামাই তার শাশুড়িকে বিয়ে করেছেন। গত কয়েক দিন আগে ৮ লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২৯ জুন সোমবার বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাই সাইদুল ইসলামের বাড়িতে ওই শাশুড়ি (৫০) অনশন করে। সাইদুল উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে। স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়িত নিয়মিত যাওয়া আসা করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রীর সাথে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা করে। উপায়ান্তর না পেয়ে ওই শাশুড়ি বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন করে। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা খায়। পরে বিয়ের দাবিতে ওই নারী উকিল জামাইয়ের বাড়িতে অনশন করে। অনশনের কিছুদিন পরে সাইদুল তার উকিল শাশুড়িকে জেলা আদালতে গিয়ে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে করে।

 

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *