নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযানে দুই জুয়াড়ি আটক করে সাজা দেওয়া হয়েছে। জুয়ার আসর থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের এমএমচালা (আন্দি) বনবিট কার্যালয়ের পাশে ছাতিয়াচালা এলাকায় বনের ভেতর জুয়া খেলার আসর বসেছিল। বৃহম্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত জুয়ার আসরে অভিযান চালায়। সাজা পাওয়া জুয়াড়িরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জোবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) এবং টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার গোমর আলীর ছেলে রাকিব হাসান (৩৮)। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনের ভেতর জুয়ার আসরে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এর আগে ডিঅমস্ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণকে জুয়াড়িদের আটক করতে পাঠানো হয়।
তাদের সহযোগিতায় জুয়াড়িদের আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর পৌর এলাকায় মাস্ক না ব্যবহার করায় ৬ ব্যাক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আদালতের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
Leave a Reply