ইসমাইল হোসেনঃ সখীপুরে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শহরাঞ্চলসহ গ্রামেও এই পরিস্থিতি এখন অসহ্য হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ঈদের আগের দিন বিকেল থেকে উপজেলায় প্রচণ্ড গরম পড়ে। ঈদের দিন দুপুর থেকে এই ভ্যাপসা গরমের প্রভাব বিস্তারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে শিশুসহ বৃদ্ধ লোকজন ও হাঁপানী, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এই গরমে অসহ্য পড়েছে। এমনকি রোববার রাতে ও সোমবার দিনভর এই গরমের প্রভাব আরো বেশি থাকায় বিশেষ করে শিশুদের কান্নার রোল শোনা যাচ্ছে। অন্যদিকে প্রচণ্ড গরম অব্যাহত থাকলেও রোববার ও সোমবার সখীপুরে বিদ্যুতের আসা-যাওয়ায় এই পরিস্থিতির মারাত্মক আকার ধারণ করেছে। অনেকে বলছেন, কোরবানির মাংস খাওয়ায় গরম এখন অসহ্য। এতে প্রেসারের রোগীসহ অনেকেই মাংস খাচ্ছে না। সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, প্রচণ্ড গরমে জ্বর, কাশি, হাঁপানি, পানিশূন্যতা ও হিটস্ট্রোক রোগের প্রার্দুভাব দেখা দিতে পারে। এজন্য করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকলকেই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply