নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল নকিল বিলে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার বহেড়াতৈল নকিল বিলে দর্শনার্থীরা ঘুরতে আসে। এসময় তারা অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করছিল।
পরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৫ জনকে ৫ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply