নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর ডিজিটাল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাবটির কার্যালয়ে ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে রওশন জলিলকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি সবুজ হোসেন, রুবেল পারভেজ, নাজমুল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক শরিফ সরকার, ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার মণ্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার সরকার। এ সময় ক্লাবের সভাপতিমণ্ডলীর সদস্য ডাঃ শিমুল হোসেন, পল্লী চিকিৎসক মোঃ শাহ জালাল মিয়া, দলিল লেখক মাসুদ রানা, প্রকৌশলী খাইরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, প্রকৌশলী শরীফ আহমেদ, জাতিসংঘ পরিচালিত আইওএম হসপিটালের সিনিয়র নার্স ফরিদ হোসেন, হামিদুল ইসলাম, সেনা সদস্য মোহাম্মদ আলীসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি রওশন জলিল বলেন, হামিদপুর ডিজিটাল ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। এ ক্লাব খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আগামীতে ক্লাবকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গতঃ হামিদপুর ডিজিটাল ক্লাব ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ক্লাবের সদস্য পদ নিবন্ধন করতে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস। সামাজিক কল্যাণ, শিক্ষা ও সাহিত্যে অগ্রগতি সাধন এবং ক্রীড়া চর্চা ও ক্রীড়ার মান উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা ও সংস্কৃতির মান উন্নয়নই এই ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
Leave a Reply