নিজস্ব প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডায়াবেটিকস্ ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ প্রফেসর ডা. তারেক মাহমুদ ভূঁইয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
যুদ্ধাহত এ বীর মুক্তযোদ্ধার রোগমুক্তির জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এবং দলীয় নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
-এসবি/সানি