
গত ১২ সেপ্টেম্বর শনিবার একটি অনলাইন নিউজ পোর্টালে “সখীপুরে ভাউচারের মাধ্যমে স্লিপের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদটির বিষয়ে উপজেলার বড়চওনা ও সখীপুর সদর ক্লাস্টারের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানা ও সখীপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম যৌথভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ লিপিতে ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত বলে তারা দাবি করা হয়েছে। সংবাদটিতে প্রতিবেদকের অপেশাদারী আচরণ ও অজ্ঞাত অভিযোগকারীর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা প্রকাশ পেয়েছে।
সংবাদটিতে ভাউচারের মাধ্যমে ৬ হাজার টাকা আত্মসাতের যে কাল্পনিক অভিযোগ করা হয়েছে প্রকৃত পক্ষে তার কোন সুযোগই নেই। কারণ অর্থ ছাড় করার আগে ভাউচার জমা দেওয়া হয় এবং অর্থ ছাড় হবার পর প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে পন্যগুলো ক্রয় করে থাকেন। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিকনির্দেশনা প্রদান করেন এবং উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো তদারকি করে থাকেন। সকল শিক্ষকগণ এরূপ সত্যবর্জিত সংবাদ প্রকাশকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একটি সুগভীর চক্রান্ত বলে মনে করেন। তিন কার্যদিবসের মধ্যে উক্ত প্রতিবেদক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও সংবাদটির প্রতিবাদ প্রকাশ না করলে প্রতিবেদকের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করার হবে বলে জানানো হয়েছে।