নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সখীপুর থানার ওসি মোঃ আমির হোসেন। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম তাকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানায়।
জানা যায়, টাঙ্গাইলের ১২ টি উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দের মাসিক কার্যক্রমের মূল্যায়ন করে মোঃ আমির হোসেনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সাথে সখীপুর থানার শ্রেষ্ঠ তদন্ত কারী কর্মকর্তা হিসেবে এস আই বিজয় দেবনাথ ও শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এস আই মনিরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে। এ সংবাদে সখীপুর থানার পুলিশদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
এ বিষয়ে ওসি আমির হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়। থানার সব সদস্যের ইতিবাচক ও দায়িত্বশীল কার্যক্রমের ফসল।